40918

08/18/2025 নামাজে অবহেলা, অলসতার স্বভাব যে কারণে ক্ষতিকর

নামাজে অবহেলা, অলসতার স্বভাব যে কারণে ক্ষতিকর

ধর্ম ডেস্ক

১৮ আগস্ট ২০২৫ ১৭:৩৩

ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকন এবং ফরয আমল নামাজ। ঈমানের পরই প্রত্যেকের জন্য নামাজ ফরজ করা হয়েছে। নামাজের প্রতি অবহেলা ও অলসতা প্রদর্শন মুনাফিকের আলামত বলে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

اِنَّ الۡمُنٰفِقِیۡنَ یُخٰدِعُوۡنَ اللّٰهَ وَ هُوَ خَادِعُهُمۡ ۚ وَ اِذَا قَامُوۡۤا اِلَی الصَّلٰوۃِ قَامُوۡا كُسَالٰی ۙ یُرَآءُوۡنَ النَّاسَ وَ لَا یَذۡكُرُوۡنَ اللّٰهَ اِلَّا قَلِیۡلًا

নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে বস্তুতঃ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। (সুরা নিসা, আয়াত : ১৪২)

আয়াতে মুনাফিকদের তিনটি খারাপ গুণ উল্লেখ করা হয়েছে। এক. তারা তাদের নামাজের অলসতা করে। দুই. তারা অন্যকে দেখানোর ইচ্ছা নিয়ে নামাজে দাঁড়ায়। তিন. তারা খুব কমই আল্লাহর জিকির করে।

পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ তায়াল বলেছেন, তারা নামাজে উপস্থিত হয় কেবল শৈথিল্যের সাথে, আর অর্থসাহায্য করে কেবল অনিচ্ছাকৃতভাবে। (সুরা আত-তাওবা, আয়াত : ৫৪)

আল্লাহ তায়ালা আরও বলেছেন, কাজেই দুর্ভোগ সে নামাজ আদায়কারীদের, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। (সুরা মাউন, আয়াত : ৪-৫)

হাদিসেও মুনাফিকের চরিত্রের কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। সে সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। তারপর যখন সূর্য শয়তানের দু শিংয়ের মাঝখানে পৌছে (অর্থাৎ ডুবার কাছাকাছি পৌছে) তখন সে উঠে চারবার ঠোকর লাগায়। যাতে আল্লাহর স্মরণ খুব কমই করে থাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]