40915

08/18/2025 সৌদি আরবের বিমান টিকিট মিলবে অর্ধেক দামে!

সৌদি আরবের বিমান টিকিট মিলবে অর্ধেক দামে!

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২৫ ১৭:২২

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা— সৌদিয়া এয়ারলাইন্স। নির্দিষ্ট সময়ের মধ্যে আন্তর্জাতিক রুট, যাওয়া ও আসা এবং এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড় পাবেন।

সংস্থাটি জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে। এই ১৪ দিনের মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যাত্রার জন্য অগ্রিম টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন। অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাদের ডিজিটাল মাধ্যমের মাধ্যমে টিকিট কেটে অফারটি নেওয়া যাবে। যারমধ্যে থাকবে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র।

সৌদিয়া আরও জানিয়েছে, যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধা নিতে পারবেন, যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টারও বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবেন। সময় তারা ওমরাহ করা ছাড়াও দেশটির বিভিন্ন এলাকায় ঘুরতে যেতে পারবেন।

সৌদির রাষ্ট্রীয় পতাকাধারী সংস্থা- সৌদিয়া চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে তাদের বহরে ১৪৯টি বিমান রয়েছে এবং এটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]