সাম্প্রতিক দিনগুলোতে ভেজাল মদপানে ২৩ জনের মৃত্যুর পর কুয়েতি কর্তৃপক্ষ স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও বিতরণের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (১৭ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা দেশীয় উৎপাদন নিষিদ্ধ। তবে কিছু কিছু স্থানে গোপনে অবৈধভাবে এগুলো তৈরি করা হয়, বিশেষ করে যেসব এলাকায় তদারকি বা সুরক্ষার মান কম। বিষয়টি ভোক্তাদের বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলেছে।
এক্স-পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের মন্ত্রণালয় জানিয়েছে, তারা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের ছয়টি কারখানা এবং আবাসিক ও শিল্প এলাকায় এখনো চালু না হওয়া আরও চারটি কারখানা জব্দ করেছে।
এর আগে গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভেজাল মদপানের পর মিথানল বিষক্রিয়ার ঘটনায় ১৬০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশিয়ান নাগরিক।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধী নেটওয়ার্কের প্রধান একজন বাংলাদেশী নাগরিক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজন একজন নেপালিও রয়েছেন। তারা বিস্তারিত জানিয়েছেন, এসব প্রস্তুত এবং বিক্রি করা হতো।