40794

08/17/2025 হজ ও ওমরাহকে আরও সহজ করতে চায় সরকার: বিমান সচিব

হজ ও ওমরাহকে আরও সহজ করতে চায় সরকার: বিমান সচিব

ধর্ম ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ১৩:৫৪

সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, সাশ্রয় ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হজযাত্রীদের অভিজ্ঞতা যেন আরও সহজ ও সুন্দর হয়, সে লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাবে সরকার—এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমান সচিব বলেন, আমরা চাই, হজ ও ওমরাহ যাত্রা শুধু ধর্মীয় দায়িত্বপালনই না, বরং একটি সুন্দর, স্মরণীয় অভিজ্ঞতা হোক। এ কারণে হজ ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে যথাসাধ্য উন্নয়ন করা হচ্ছে।

তিনি জানান, গত বছর হজ ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল। হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ৩০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছিল। আগামী বছর আরও সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করতে অন্যান্য এয়ারলাইনের সঙ্গে আলোচনা চলছে।

তবে কেবল বিমান ভাড়া কমালেই হজ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে—এ ধারণা ভুল বলে মনে করেন তিনি। সচিব বলেন, হজের ব্যয়ে আরও চার-পাঁচটি বড় খাত রয়েছে। সব খাতেই নজর দিতে হবে। শুধুমাত্র একটি খরচ কমিয়ে হজকে সবার নাগালের মধ্যে আনা যাবে না।

এই প্রসঙ্গে তিনি হজ এজেন্সিগুলোকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বলেন, যেসব এজেন্সি হজ ও ওমরাহ পালনের সঙ্গে জড়িত, তাদের উচিত সেবা ও প্যাকেজের মান আরও উন্নত করা। যাত্রীরা যেন প্রতারিত না হন বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

তিন দিনব্যাপী এই হজ ও ওমরাহ মেলার আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. আ. আউয়াল হাওলাদার, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিপণন) আশরাফুল আলম, হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার স্বাগত বক্তব্য দেন। সমাপনী পর্বে প্রধান অতিথি হজ ও ওমরাহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]