রাজধানীর লালবাগে মাদক ব্যবসায়ী সন্দেহে তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।
রোববার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৩টায় লালবাগের শহীদ নগর লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে,তৌফিকুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি এলাকায় কিলার বাবু নামে পরিচিত। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) শহীদ নগর লোহার ব্রিজ এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য সে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরবর্তীতে ভোর সাড়ে তিনটায় তাকে নেশাগ্রস্ত অবস্থায় কয়েকজনকে হুমকি দিতে দেখে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এক পর্যায়ে আজিমপুর সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী এসে তৌফিকুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত জানান, লালবাগের শহীদ নগর লোহার ব্রিজ এলাকা থেকে স্থানীয়রা ভিকটিমকে নেশাগ্রস্ত অবস্থায় ধরে গণপিটুনি দিয়ে আজিমপুর সেনা ক্যাম্পে সংবাদ দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। সকাল সাড়ে ৭টার পর আমাদের খবর দিলে আমি হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পাই। আমরা শুধু খবর পেয়ে হাসপাতালে এসেছি। এর আগে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিয়ে আসে।