40779

08/17/2025 সাতসকালে মোহনীয় লুকে ভাবনা

সাতসকালে মোহনীয় লুকে ভাবনা

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট ২০২৫ ১২:৪৮

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে কাজের চেয়ে নিজের লাইফস্টাইল নিয়ে বেশ আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী, তাই তো নিজের নানা মুহূর্ত তাদের সামনে তুলে ধরেন অভিনেত্রী।

এবার একগুচ্ছ ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন ভাবনা। জানা গেছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকে তার নানা মুহূর্ত ভক্তদের কাছে ভাগ করে নিলেন; যা অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে মেলে ধরতে ভাবনার জুড়ি নেই। তাই তো অস্ট্রেলিয়া সফর ঘিরে একাধিক পোস্টে ভিন্নভাবেই দেখা মিলল এই অভিনেত্রীকে। যেমন একটি পোস্টে ভাবনাকে একটি হোটেলের বাথরুমে আয়নার সামনে পোজ দিতে দেখা যায়। যেখানে ভাবনার পরনে ছিলো ফিটেড স্লিভলেস টপ ও হালকা নীল রঙের জিন্স। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি শুধু বিশেষ নও...তুমি অমূল্য।’

এখানেই থেমে থাকেননি ভাবনা। রোববার সকালে আরও একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, হোটেল রুমের বিছানা থেকে ছবি দিয়েছেন ভাবনা। সেখানে তাকে একটি হালকা বাদামী রঙের উলের সোয়েটার পরে দেখা যায়।

এর মাঝে হাতে চায়ের কাপ নিয়ে দিয়েছেন নানা ভঙ্গিতে পোজ। এ সময় তার খোলামেলা লুক, সঙ্গে রৌদ্রচুম্বন যেন বাড়িয়ে দেয় উষ্ণতা। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল অস্ট্রেলিয়া। প্রতিদিন সকালে আমরা নতুন করে জন্ম নিই। আমি প্রতিদিন সকালে সুখ এবং সাফল্য বেছে নিই।’

বলা বাহুল্য, সাতসকালে ভাবনার এই ছবিগুলো তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যঘরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]