শাহরুখ খানের তিন সন্তানের মধ্যে আরিয়ান আর সুহানা প্রাপ্ত বয়স্ক। দুজনেই প্রবেশ করেছেন কর্মজীবনে। সুহানা অভিনয়, আরিয়ান পরিচালনায়। তবে শাহরুখের ভক্তরা চান বাবার মতো ছেলেও অভিনেতা হোক।
সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হলে কার পক্ষ নেবেন শাহরুখ?
কিং খানের মত নেই এতে। তিনি মনে করেন এতে সুহানা-আরিয়ানের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এরপর থেকেই অনুরাগীদের কৌতূহল, তবে কি শাহরুখের ছেলেমেয়েদের মধ্যে রেষারেষি চলছে?
সব সময় ভক্তদের কাছাকাছি থাকার চেষ্টা করেন শাহরুখ। সামাজিক মাধ্যমে ‘আস্ক মি এনিথিং’ সেশনে নিয়মিত কথা বলেন তাদের সঙ্গে। সেখানেই সন্তানদের নিয়ে ভক্তদের সঙ্গে কথোপকথন হয় তাদের।
অবশেষে মেয়ে সুহানার সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ!
‘আস্ক মি এনিথিং’ আরিয়ানকে ক্যামেরার সামনে দেখার বায়না করেন এক ভক্ত। শাহরুখ তখন বলেন, ‘‘ও ক্যামেরার নেপথ্যে থাকতে চায়, ওকে ভালোবাসা দেবেন ওর প্রথম কাজের জন্য। এ ছাড়া বাড়িতে কোনো প্রতিযোগিতা হোক, চাই না।’’
আরিয়ানের ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর শুটিং শেষ। নাম থেকেই স্পষ্ট বিনোদন জগতের তারকাদের জীবনের ওঠাপড়া নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ়। অন্যদিকে সুহানা নিচ্ছেন বাবার সঙ্গে বড়পর্দায় নাম লেখানোর প্রস্তুতি।