40735

08/17/2025 ১৫ আগস্ট নিয়ে পোস্ট: তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ ছাত্র-জনতার

১৫ আগস্ট নিয়ে পোস্ট: তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ ছাত্র-জনতার

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৫ ১৮:৫৬

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন টিভি তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে শেখ মুজিবের ছবিতেও জুতা নিক্ষেপ করতে দেখা যায়।

এই কর্মসূচি থেকে ‘জয়া আহসানের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শাকিব খানের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ অন্য তারকাদের নামেও নানা স্লোগান দিতে শোনা যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে।

এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক বলেন, দফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছর ধরে শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ফ্যাসিজম চালিয়ে ক্ষান্ত হয়নি। তারা সাধারণ সাংস্কৃতিক কার্যক্রমকে শৃঙ্খলাবদ্ধ করে সাংস্কৃতিক ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী ও বাকশালি চেতনাকে নিয়ে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে উঠেছিল।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে রক্ত জড়িয়ে আমাদের শহীদ ও আহত ভাইয়েরা একটি ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু এক বছরের মাথায় আমাদের তথাকথিত সাংস্কৃতিক কিছু ব্যক্তিবর্গ চাচ্ছে, সেই পুরনো বাকশালি, কালচারাল ফ্যাসিজম দেশে ফিরিয়ে আনতে। তারা তাদের খোলস পাল্টে সেই আওয়ামী মুজিববাদী বয়ান ফিরিয়ে আনতে চায়। সেজন্য আজকে আমরা বাকশালি, মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করেছি।’

জুতা নিক্ষেপ কর্মসূচির পোস্টারে সাকিব আল হাসান ও জয়া আহসান ছাড়াও উল্লেখযোগ্য কিছু তারকা হলো- শাকিব খান, চঞ্চল চৌধুরী, আব্দুল নূর তুষার, নাজিফা তুষি, সাজু খাদেম, শমী কায়সার, শম্পা রেজা, জাহের আলভী, অরুণা বিশ্বাস, মুমতাহিনা টয়া,সুমন আনোয়ার ও কবি সাদাত হোসাইন।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দিনটিতে শোক দিবস উল্লেখ করে যার যার ফেসবুক পেইজে পোস্ট দেন ওইসব তারকারা। তারা অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের কাছ থেকে টাকা খেয়ে পোস্টগুলো করেন বলে গুজব ছড়ায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]