40722

08/16/2025 কলাপাড়ায় ২১ কেজির কোরাল বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

কলাপাড়ায় ২১ কেজির কোরাল বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

জেলা সংবাদদাতা, পটুয়াখালী

১৬ আগস্ট ২০২৫ ১৭:৩৮

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মো. আল-আমীন খান নামের এক জেলের জালে ধরা পরেছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল। মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসলে খোলা ডাকের মাধ্যমে ১৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়।

এ সময় মাছটি এক নজর দেখতে ভীর করে কুয়াকাটায় আগত অনেক পর্যটকসহ স্থানীয় সাধারণ মানুষ। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, কুয়াকাটায় এত বড় মাছ সচারাচর তেমন একটা পাওয়া যায় না।

শনিবার (১৬ আগস্ট) সকালে কুয়াকাটা মাছ বাজারের খান ফিসে বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় খুচরা পাইকার খলিল হাওলাদার নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

জেলে মো. আল আমিন খান বলেন, প্রতিদিনের মতো আজও আমরা সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে ফিরছিলাম। এ সময় কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকার মোহনায় একটি বড় মাছ সাতার কাটতে দেখি। এরপর আমরা সমুদ্রে নেমে সাঁতার কেটে কাছাকাছি গিয়ে একজনে লেজ এবং একজনে মুখের মধ্যে হাত ঢুকিয়ে মাছটি ধরে ফেলি। এরপর সবাই মিলে মাছটি নৌকায় উঠালে মাছটি মারা যায়।

কুয়াকাটা মাছ বাজারের খান ফিসের আড়ৎদার মো. আলমগীর খান বলেন, কুয়াকাটা বাজারে যেসব সামুদ্রিক মাছ বিক্রি হয় তা শুধু ছোট নৌকার মাছ। আর ছোট নৌকায় এত বড় মাছ পাওয়ার ঘটনা খুবই কম। এর কারণ হচ্ছে ছোট নৌকায় যেসব জাল থাকে ওই জালে এই মাছ ধরে রাখার শক্তি থাকে না। মূলত এসব মাছ পাওয়া যায় গভীর সমুদ্রের ট্রলারগুলোতে। তবে অসুস্থ থাকায় জেলেরা মাছটি ধরতে পেরেছে। আমাদের খান ফিসের মাধ্যমে মাছটি ডাকে বিক্রি হয়েছে, জেলেরা ভালো দাম পেয়েছে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মো. খলিল হাওলাদার বলেন, সচারাচর এতো বড় মাছ কুয়াকাটা বাজারে তেমন একটা পাওয়া যায় না। এ বছর এত বড় সাইজের কোরাল এই প্রথম আমাদের বাজারে। তবে মাছটি পেয়ে ওই নৌকার জেলেরা খুবই খুশি। মাছটির গায়ের রং এবং তাজা হওয়ায় আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।

এ বিষয় বরাবরের মতো কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]