40577

08/14/2025 স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় নির্বাচন নিয়ে টালবাহানা: দুদু

স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় নির্বাচন নিয়ে টালবাহানা: দুদু

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৫ ১৩:৪৬

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাতোলার চেষ্টা করছে। তাই ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান প্রক্রিয়া। এর মধ্যেই নির্বাচন হতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]