না ফেরার দেশে চলে গেলেন সত্তর দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী নাজিমা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন তাঁর তুতো ভাই জারিন বাবু।
রুপালি পর্দায় নাজিমার শুরুটা হএয়ছিল গুণী নির্মাতা বিমল রায়ের হাত ধরে। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন। এরপর একের পর এক ছবিতে কখনও বোনের চরিত্রে, কখনও আবার বন্ধুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। তেমনভাবে মুখ্য চরিত্রে না দেখা গেলেও সবসময় পার্শ্বচরিত্রে অভিনয় করেই দর্শকের মন জিতেছিলেন তিনি।
নাজিমার প্রথম সিনেমার নাম ‘দো বিঘা জমিন’। পরিচালক বিমল রায়। একই পরিচালকের ‘দেবদাস’ ছবিতে পারুর ছোটবেলার চরিত্রে অভিনয় করে পরিচালকদের নজরে এসেছিলেন তিনি।
এ ছাড়াও ‘বিরাজ বহু’, ‘অ্যায় দিন বাহার কে’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন নাজিমা। রাজেশ খান্নার সঙ্গে ‘অউরত’ ও ‘ডলি’ ছবিতে পর্দায় দেখা গেছে তাঁকে।