40397

08/13/2025 সোহানদের অস্ট্রেলিয়া সফরের খেলা সরাসরি দেখাবে যে টিভি চ্যানেল

সোহানদের অস্ট্রেলিয়া সফরের খেলা সরাসরি দেখাবে যে টিভি চ্যানেল

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০২৫ ১৬:৫৫

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ 'এ' দল। তাই এই সিরিজ নিয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। কিন্তু সিরিজটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা কেটে গেছে।

এই সিরিজে বাংলাদেশ 'এ' দলের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া পুরো সিরিজটি লাইভ দেখাবে সেভেন প্লাস স্পোর্টস।

এই টুর্নামেন্টের গত আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ 'এ' দল। আসর জুড়েই দারুণ পারফর্ম করেছিল তারা। তবে ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশের দলটি।

এবার অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে দল গড়েছে বাংলাদেশ। যেখানে নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহীন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ 'এ' দল।

বাংলাদেশ 'এ' স্কোয়াড-

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]