40356

08/12/2025 আজ রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি

আজ রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ আগস্ট ২০২৫ ১১:২২

আজ ১২ আগস্ট এবং আগামীকাল ১৩ আগস্ট বাংলাদেশসহ উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে দেখা যাবে বার্ষিক পার্সাইড উল্কাবৃষ্টি। বিশেষ করে ১৩ আগস্ট ভোররাতে উল্কাগুলোর সর্বোচ্চ স্ফুরণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর এই সময়ে উল্কাবৃষ্টির সঙ্গে চাঁদের আলো না থাকায় উল্কাগুলো স্পষ্টভাবে দেখা গিয়েছিল। তবে এ বছর উল্কাবৃষ্টির সময় চাঁদের আলো থাকায় কিছুটা অসুবিধা হতে পারে। তবে এর মধ্যেও পার্সাইড উল্কাবৃষ্টি আকাশে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।

পার্সাইড নামটি এসেছে পার্সিয়াস নক্ষত্রপুঞ্জ থেকে। প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে এই উল্কাবৃষ্টি ঘটে থাকে। এবারের উল্কাবৃষ্টিতে প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্কাগুলো আসলে ধূমকেতুর ধ্বংসাবশেষ থেকে তৈরি ক্ষুদ্র কণা, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণের ফলে জ্বলজ্বল করে উঠে। পার্সাইড উল্কাবৃষ্টির উৎস হলো সুইফট-টাটল ধূমকেতু। যখন এই ধূমকেতু সূর্যের কাছে আসে, তখন এর পৃষ্ঠ থেকে বরফ ও ধূলিকণা মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবী যখন এই কণাগুলোর মধ্য দিয়ে অতিক্রম করে, তখন এই উল্কাগুলো সৃষ্টি হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]