40221

08/10/2025 ডেলিভারি দিতে এসে পুলিশের হাতে ধরা মাদককারবারি

ডেলিভারি দিতে এসে পুলিশের হাতে ধরা মাদককারবারি

জেলা সংবাদদাতা, নোয়াখালী

১০ আগস্ট ২০২৫ ১৩:৫২

নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদসহ সুভাস চন্দ্র কুরী (৩২) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি হুইস্কি ডেলিভারি দিতে এসে ধরা পড়েন বলে জানান পুলিশ।

রোববার (১০ আগস্ট) দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (৯ আগস্ট) রাতে গোপন সূত্রে খবর পেয়ে নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়।

মাদক কারবারি সুভাস চন্দ্র কুরী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের মৃত রশরাজ চন্দ্র কুরীর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, জেলা শহরের আয়োজন বেকারী অ্যান্ড সুইটসের সামনে থেকে মাদক বিক্রির সময় সুভাসকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০ বোতল হুইস্কি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এসআই মো. হেলাল উদ্দিন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সুভাস চন্দ্র কুরীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে স্বীকার করেছে। তাকে মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]