40203

08/10/2025 নির্বাচনের যাবতীয় তথ্য পেতে অ্যাপ তৈরির উদ্যোগ

নির্বাচনের যাবতীয় তথ্য পেতে অ্যাপ তৈরির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৫ ১২:১৮

আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের জন্য অন্তত ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) ক্রয় করার পরিকল্পনা করছে। এছাড়া নির্বাচনের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানানো হয়।

শনিবার (০৯ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী ও ফাইজ তায়েব আহমেদ।

রোববার (১০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিশেষ সহকারী ফাইজ তায়েব আহমেদ জানান, ৪০ হাজার বডিক্যাম কেনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বডিক্যামগুলো ব্যবহার করে হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, আমরা চেষ্টা করছি অক্টোবরের মধ্যেই ক্যামেরাগুলো সংগ্রহ করতে, যাতে পুলিশ সদস্যরা এগুলোর বিভিন্ন ফিচার, বিশেষ করে এআই-ভিত্তিক সুবিধাগুলো সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন।

বাংলাদেশ কর্তৃপক্ষ ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে বডিক্যাম সরবরাহের বিষয়ে। নির্বাচনের দিন পুলিশের সদস্যরা এগুলো বুকে লাগিয়ে দায়িত্ব পালন করবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং পুলিশ সদস্যদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, যেকোনো মূল্যে আমরা সব ভোটকেন্দ্রে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের লক্ষ্য, এই নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে গড়ে তোলা।

বৈঠকে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিকমবিষয়ক বিশেষ সহকারী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনাও ঘোষণা করেন।

এই অ্যাপে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সংক্রান্ত আপডেট ও অভিযোগ জমার জন্য ইন্টারঅ্যাকটিভ ফিচারসহ নির্বাচনের যাবতীয় তথ্য পাওয়া যাবে।

প্রধান উপদেষ্টা অ্যাপটির দ্রুত উন্নয়ন ও সহজ ব্যবহারযোগ্যতা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে দেশের ১০ কোটির বেশি ভোটার এটি সহজেই ব্যবহার করতে পারেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]