39729

08/04/2025 চলতি মাসে ৩ অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস

চলতি মাসে ৩ অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট ২০২৫ ২০:৪৮

চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (৩ আগস্ট) এক মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে এক-দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

তিনি আরও জানান, এ মাসে দেশের কোথাও কোথাও পাঁচ-ছয় দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশে বিচ্ছিন্নভাবে এক-দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

তিনি বলেন, আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। একই কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ আবহাওয়াবিদ আরও বলেন, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন দুই থেকে চার মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল তিন থেকে পাঁচ ঘণ্টা থাকতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]