39597

08/03/2025 সোনমের পারিশ্রমিক মাত্র ১১ টাকা, সেই সিনেমা জিতেছিল ৫৫টি পুরস্কার

সোনমের পারিশ্রমিক মাত্র ১১ টাকা, সেই সিনেমা জিতেছিল ৫৫টি পুরস্কার

বিনোদন ডেস্ক

২ আগস্ট ২০২৫ ১২:৪৬

২০১৩ সালে বলিউডে সাড়া জাগানো চলচ্চিত্র ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত- ‘ভাগ মিলখা ভাগ’। সিনেমাটি বক্স অফিসে সফলতার পাশাপাশি জিতেছিল প্রায় ৫৫টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার। ফারহানের বিপরীতে বীরোর চরিত্রে দেখা যায় বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে।

আর সবচেয়ে মজার তথ্য হলো, মিলখা সিংয়ের প্রতি একান্ত ভালোবাসা ও সম্মানের জায়গা থেকেই এই ছবিতে যুক্ত হন সোনম। যে কারণে এই ছবিতে কাজের জন্য অভিনেত্রী নেন মাত্র ১১ টাকা পারিশ্রমিক!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভাগ মিলখা ভাগ’ ছবি শুধু দর্শকের হৃদয় জয় করেনি, ঝুলিতে তুলেছে একের পর এক সম্মাননা। আইএডিবি-র তথ্য অনুযায়ী, ছবিটি মোট ৫৫টি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেখানে সেরা অভিনেতার পুরস্কার জেতেন ফারহান আখতার এবং ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মানও পায়।

এছাড়া, ১৪টি আইফা পুরস্কার এবং ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এসেছে ছবিটির ঝুলিতে।

আইএমডিবিতে-তে ছবিটির রেটিং ৮.২, যা এই ঘরানার বায়োপিকগুলোর মধ্যে অন্যতম সেরা বলে ধরা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]