39579

08/02/2025 মেসির দেহরক্ষীর কাণ্ডে বিপাকে ইন্টার মিয়ামি

মেসির দেহরক্ষীর কাণ্ডে বিপাকে ইন্টার মিয়ামি

ক্রীড়া ডেস্ক

২ আগস্ট ২০২৫ ১১:১৩

নিষেধাজ্ঞা যেন পিছু ছাড়ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। কিছুদিন আগেই এমএলএস অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। এবার বিতর্কে জড়িয়েছেন তার ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।

গত ৩০ জুলাই লিগস কাপের ম্যাচে ইন্টার মিয়ামির মুখোমুখি হয়েছিল মেক্সিকান ক্লাব আটলাসের। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়, অনুমতি ও পরিচয়পত্র ছাড়াই মাঠে ঢুকে পড়েন মেসির নিরাপত্তাকর্মী ইয়াসিন চুয়েকো। তার উপস্থিতি পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

এই ঘটনায় আটলাসের খেলোয়াড়রা তীব্র আপত্তি জানান এবং বিষয়টি শৃঙ্খলা কমিটির নজরে আনেন। পরবর্তীতে, লিগস কাপ কর্তৃপক্ষ জানায়, ইয়াসিন চুয়েকোকে টুর্নামেন্টের বাকি অংশে টেকনিক্যাল এরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টার মিয়ামি ক্লাবের ওপর একটি অর্থদণ্ডও আরোপ করা হয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

এ নিয়ে আটলাসের ডিফেন্ডার দোরিয়া বলেন, 'আমরা জানি আমাদের ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। মেসির দেহরক্ষী যদি তাকে ভক্তদের হাত থেকে বাঁচাতে মাঠে থাকেন, সেটা বুঝি। তবে খেলোয়াড়দের বিষয় নিয়ে তার হস্তক্ষেপ করা উচিত হয়নি।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]