39545

08/02/2025 চট্টগ্রামের লোহাগড়ায় শাহপীর সড়কের প্রায় ৬ কিলোমিটার গর্তে ভরা, চলাচলে দুর্ভোগ

চট্টগ্রামের লোহাগড়ায় শাহপীর সড়কের প্রায় ৬ কিলোমিটার গর্তে ভরা, চলাচলে দুর্ভোগ

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

৩১ জুলাই ২০২৫ ১৮:৫১

চট্টগ্রামের লোহাগড়া উপজেলার এলজিইডির আওতাধীন লোহাগড়া শাহপীর সড়কের প্রায় সাড়ে ১২ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের প্রায় ৬ কিলোমিটার রাস্তাজুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে চলাচলে বাধা সৃষ্টি করছে, ফলে পথচারী ও যাত্রীরা প্রতিনিয়ত কষ্টের মুখে পড়ছেন। নারী-পুরুষ, শিশু ও রোগী সবার জন্যেই সড়ক যেন দুর্ভোগের আরেক নাম।

সরেজমিনে দেখা গিয়েছে, শাহপীর সড়কের দরবেশ দিঘীর উত্তর এলাকা থেকে চরম্বা নয়া বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ বর্তমানে ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়েই চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। যাতায়াতের সময় বৃষ্টিতে খানাখন্দে পানি জমে গর্ত থেকে জনসাধারণের গায়ে গিয়ে পড়ছে। ফলে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে সড়কটির পাশে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছে।

এলাকার এক বাসিন্দা বলেন, ‘সড়কের এমন অবস্থা যেকোনো গর্ভবতী মহিলা যদি এ সড়ক দিয়ে যায়, তাহলে হাসপাতালে না গিয়েই সড়কে মারা যাবেন। সড়কটির দ্রুত সংস্কার জরুরি।’

চরম্বা এন ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, ‘সিএনজি করে ডাক্তার দেখাতে গেলে চরম কষ্ট হয়ে যায়। দ্রুত সড়কটি বাস্তবায়ন চাই।’

এছাড়াও লোহাগড়া উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর বলেন, ‘সড়কটির টেন্ডার হয়ে গিয়েছে। বৃষ্টি কমলে খুব দ্রুত কাজ শুরু হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]