39538

08/02/2025 একসঙ্গে দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে যা বললেন বিএনপি-জামায়াতের আইনজীবী

একসঙ্গে দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে যা বললেন বিএনপি-জামায়াতের আইনজীবী

আদালত প্রতিবেদক

৩১ জুলাই ২০২৫ ১৮:০৪

একসঙ্গে দাঁড়িয়ে জুলাই সনদ ঘোষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই শীর্ষ আইনজীবী। এই দুই আইনজীবী হলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের মিডিয়া রুমের সামনে এই দুই আইনজীবী মতামত তুলে ধরেন।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার বলেন, জুলাই সনদের ব্যাপারে প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত সহনশীল এবং ইতিবাচক। জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা চলছে। এই জুলাই সনদ আমাদের দেশের জন্য অবশ্যই প্রয়োজন। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ থেকে দেশমুক্ত হয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য এই জুলাই সনদ হবে মাইলফলক। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিজম মাথাচারা দেওয়া তো দূরের কথা, ফ্যাসিজমের কথা যাতে চিন্তা করতে না পারে এ জন্যই জুলাই সনদ প্রয়োজন।

জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা প্রায় শেষের দিকে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা হতে যাচ্ছে। জুলাই সনদের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যা ঘটে গেছে, তার প্রেক্ষাপট সেখানে থাকছে। ভবিষ্যতে কী করণীয় সেটাও থাকছে। সংস্কারের পরে নতুন বাংলাদেশ কীভাবে চলবে তারও রূপরেখা সেখানে দেওয়া হচ্ছে। সেখানে বিএনপি-জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দল রয়েছেন। আমার মতে বাংলাদেশের ইতিহাসে এটা আরেকটা ঐতিহাসিক রাজনৈতিক দলিল হতে যাচ্ছে। এটার ক্ষেত্রে সব রাজনৈতিক দলই আন্তরিক। আমরা আশা করবো দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষিত হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]