থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি খাবারের বাজারে নির্বিচারে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ব্যাংককের ওর তোর কোর (Or Tor Kor) মার্কেটে এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন।
ওর তোর কোর মার্কেটটি মূলত উচ্চমানের তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত।
এ অঞ্চলের তুলনায় থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র মালিকানার হার তুলনামূলকভাবে বেশি হলেও সেখানে নির্বিচারে গুলির ঘটনা বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলা ঘটেছে।
এর আগে ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে এক সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ও ছুরি চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের বেশিরভাগই ছিল শিশু।
২০২০ সালে নাখন রাচাসিমা শহরে এক সেনা সদস্য গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা এবং আরও অনেককে আহত করেন।