39298

07/27/2025 কুমিল্লায় মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

কুমিল্লায় মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

জেলা সংবাদদাতা, কুমিল্লা

২৭ জুলাই ২০২৫ ১৭:৪৬

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

রোববার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ উখারি ভূইয়া বাড়িতে আসেন বিমানবাহিনীর প্রতিনিধি দল।

বিমানবাহিনীর উইং কমান্ডার আতিক হাসান পিএসসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেওয়ার পর মাহতাবের সমাধিতে ফুলের শ্রদ্ধা ও দোয়া নিবেদন করা হয়।

উইং কমান্ডার আতিক হাসান পিএসসি সাংবাদিকদের বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহাতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা সবাই শোকাহত। আমরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করে আমরা সেই দোয়া করছি।

মাইলস্টোন ট্রাজেডির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে উল্লেখ করে উইং কমান্ডার আতিক হাসান জানান, নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআর এর মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাসেবা দেওয়া হয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বার চুলাশ উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মাহতাব ওই এলাকার মিনহাজুর রহমান ভূইয়ার ছেলে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]