39285

07/27/2025 সন্ত্রাসী সংগঠন এমকেও’র ২ সদস্যের মৃত্যুদণ্ড দিল ইরান

সন্ত্রাসী সংগঠন এমকেও’র ২ সদস্যের মৃত্যুদণ্ড দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২৫ ১৪:১৪

সন্ত্রাসী সংগঠন মুজাহিদিন-ই খালক (এমকেও)-এর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (২৭ জুলাই) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির বিচার বিভাগ।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীর দুই সদস্যকে হাতে তৈরি মর্টার শেল দিয়ে আবাসিক, প্রশিক্ষণ এবং পরিষেবা কেন্দ্রগুলোতে হামলা চালানোর জন্য ইরানের বিচার বিভাগ মৃত্যুদণ্ড দিয়েছে।

ওই দুই সদস্য হলেন- মাহদি হাসানী এবং বেহরুজ এহসানি। তারা ফারদিন ও বেহজাদ নামে পরিচিত। তারা দুজন এমকেও সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন।

সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে আবাসিক এলাকা, প্রশাসনিক ও পরিষেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র এবং দাতব্য সংস্থাগুলোতে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য এই দুই ব্যক্তি ইম্প্রোভাইজড লঞ্চার এবং হস্তনির্মিত মর্টার ব্যবহার করেছিলেন।

জানা গেছে, তারা দুজন এমকেও মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তেহরানে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন।

এমকেও সদস্যরা বহু বছর ইরাকে কাটিয়েছিলেন, সেখানের তাদের সাবেক ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেন আশ্রয় দিয়েছিলেন এবং সশস্ত্র করেছিলেন। ১৯৮০-৮৮ সালে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় তারা সাদ্দামের পক্ষে ছিলেন এবং তারপর আরব দেশের বিভিন্ন অংশে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে তাকে সহায়তা করেছিলেন।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর হাজার হাজার ইরানি বেসামরিক নাগরিক এবং কর্মকর্তাদের হত্যার জন্য এই গোষ্ঠী দায়ী বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। জনবহুল স্থানে বোমা হামলা ও লক্ষ্যবস্তু হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এমকেওর হাতে ১৭ হাজারের বেশি ইরানি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]