39242

07/27/2025 ভিয়েতনামে স্লিপার বাস উল্টে নিহত ১০

ভিয়েতনামে স্লিপার বাস উল্টে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই ২০২৫ ১৫:২০

ভিয়েতনামের মধ্যাঞ্চলে পর্যটকবাহী একটি স্লিপার বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রাজধানী হ্যানয় থেকে মধ্যাঞ্চলীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল বাসটি। পথে হা তিনহ প্রদেশে জাতীয় মহাসড়কে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পিলারে আঘাত করে এবং উল্টে যায়।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত সকলেই ভিয়েতনামের নাগরিক, যাদের মধ্যে দুইজন শিশু। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই গুরুতর।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দা নাং ভ্রমণে যাচ্ছিলেন, যারা স্থানীয় পর্যটক ছিলেন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী স্থানীয় ‘দান ত্রি’ সংবাদমাধ্যমকে বলেন, ‘বাসটি উল্টে গিয়েছিল... আমি উঠে বসতেও পারছিলাম না, আমার শরীর আর হাত বিছানার পাশে ঢুকে গিয়েছিল।’

তার মতে, যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তাদের বেশ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বা গুরুতর আঘাত পেয়েছেন। তিনি বলেন, নিহতরা অনেক বেশি আঘাত পেয়েছে।

এই দুর্ঘটনার পর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভিয়েতনামে প্রায় সময়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ৫ হাজার ২৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত, যা ২০২৪ ছিল ৫ হাজার ৩৪৩।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]