39196

07/26/2025 সরকারি চাকরিজীবীদের নয়া বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

সরকারি চাকরিজীবীদের নয়া বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই ২০২৫ ১৮:২৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। ছয় মাসের মধ্যে এই কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুসারে বেতন–ভাতা পান। দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হলো।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বেতন-ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]