39034

07/22/2025 মাইলস্টোনে আহতদের চিকিৎসা করাবে সরকার, বেসরকারি হাসপাতালকে বিনামূল্যে সেবার নির্দেশ

মাইলস্টোনে আহতদের চিকিৎসা করাবে সরকার, বেসরকারি হাসপাতালকে বিনামূল্যে সেবার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২৫ ২১:৫৭

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত সবার চিকিৎসা সরকার করাবে বলে ঘোষণা করেছে।

সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকল বেসরকারি হাসপাতালে এই দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

এতে বলা হয়, যেকোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]