বেশি বাড়াবাড়ি করলে ভেঙে যাবে ব্রিকস জোট— এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ভারতসহ জোটভুক্ত দেশগুলোর ওপর ১০ শতাংশ শুল্কারোপের হুমকিও দিয়েছেন তিনি।
‘আমেরিকা বিরোধী’ নানা পদক্ষেপের জন্য অর্থনৈতিক জোট ব্রিকসের কড়া সমালোচনা করেন ট্রাম্প। জোটকে কটাক্ষ করে নানা মন্তব্যও করতে দেখা যায় তাকে।
ট্রাম্প হুমকি দিয়ে বলেন, বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে খুব দ্রুতই ভেঙে যাবে এই জোট। কখনোই যুক্তরাষ্ট্রে অন্য কোনো দেশের সরকারি ডিজিটাল মুদ্রার অনুমোদন দেয়া হবে না বলেও জানান।
ট্রাম্প বলেন, ব্রিকস নামের ছোট একটা জোট আছে, যেটা খুব দ্রুতই ভেঙে যাওয়ার পথে। তাদের সভায়, বলতে গেলে কেউই আসেনা। এই জোট মার্কিন শুল্কারোপকে ভয় পাচ্ছে। বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে খুব দ্রুতই ভেঙে পড়বে জোটটি।
এসএন /সীমা