সুরা ওয়াকিয়ার বিভিন্ন আয়াতে আল্লাহ তায়ালা কিয়ামত, নেককার বান্দা, জান্নাত, জাহান্নাম, নেয়াতমরাজি সম্পর্কে আলোচনা করেছেন। এই সুরায় জান্নাতিদের বসার আসন কেমন হবে তা নিয়েও আলোচনা করেছেন তিনি।
জান্নাতীরা সোনার তার দিয়ে তৈরী করা এবং সোনা-মণি-রত্ন খচিত আসনে পরস্পরের মুখোমুখি হয়ে বালিশের উপর হেলান দিয়ে বসবে।
জান্নাতের অট্টালিকা, বাগানসমূহে বসার জায়গা কিভাবে চিত্তাকর্ষকভাবে সাজানো হয়েছে পবিত্র কোরআনের বিভিন্নস্থানে তার বিবরণ এসেছে।
সুরা ওয়াকিয়ার এ আয়াতসমূহে মহান আল্লাহ বলেন, ‘স্বর্ণ-খচিত আসনে, ওরা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে’।
অন্যত্র বলেন, উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা, প্রস্তুত থাকবে পানিপাত্র, সারি সারি উপাধান, এবং বিছানা গালিচা। (সূরা আল-গাসিয়াহ, আয়াত : ১৩–১৬)
আল্লাহ তায়ালা আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে কাছাকাছি।। (সুরা আর-রাহমান, আয়াত : ৫৪)
আরও বর্ণিত হয়েছে, তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে; আমি তাদের মিলন ঘটাব আয়তলোচনা হূরের সংগে। (সুরা আত-তূর, আয়াত : ২০)
এভাবে ঠেস লাগিয়ে বসে তারা পরস্পর ভাই ভাই হিসেবে অবস্থান করবে।
এসএন /সীমা