38821

07/18/2025 কিয়ামতের দিন মানুষের অবস্থান নিয়ে সুরা ওয়াকিয়ায় যা বলা হয়েছে

কিয়ামতের দিন মানুষের অবস্থান নিয়ে সুরা ওয়াকিয়ায় যা বলা হয়েছে

ধর্ম ডেস্ক

১৭ জুলাই ২০২৫ ১২:৪১

কেয়ামতের দিন সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে পড়বে। এক দল আরশের ডানপার্শ্বে থাকবে। তারা আদম আলাইহিস সালাম-এর ডানপর্শ্বে থেকে জন্ম নিয়েছিল এবং তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। তারা সবাই জান্নাতী।

দ্বিতীয় দল আরশের বামদিকে একত্রিত হবে। তারা আদম আলাইহিস সালাম-এর বামপার্শ্ব থেকে জন্ম নিয়েছিল এবং তাদের আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে। তারা সবাই জাহান্নামী।

তৃতীয় দল হবে অগ্রবতীদের দল। তারা আরশেরঅধিপতি আল্লাহর সামনে বিশেষ স্বাতন্ত্র্য ও নৈকট্যের আসনে থাকবে। তারা হবেন নবী, রাসূল, সিদ্দীক, শহীদগণ। তাদের সংখ্যা প্রথম দলের তুলনায় কম হবে।

সুরা ওয়াকিয়ায় বর্ণিত হয়েছে, আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে। সুতরাং ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান! আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য! আর অগ্রগামীরাই অগ্রগামী। তারাই সান্নিধ্যপ্রাপ্ত। (সুরা ওয়াকিয়া, আয়াত : ৭-৯)

মহান আল্লাহ পবিত্র কোরআনের অন্য জায়গাতেও মানুষকে এ তিনটি ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ বলেন, তারপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি মনোনীত করেছি; তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যমপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। এটাই মহাঅনুগ্রহ— (সূরা ফাতির, আয়াত : ৩২)

এসএন /সীমা

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]