38813

07/18/2025 ‘১০ বছর ধরে খেলছি, বিশ্বাসের কমতি ছিল না’

‘১০ বছর ধরে খেলছি, বিশ্বাসের কমতি ছিল না’

ক্রীড়া ডেস্ক

১৭ জুলাই ২০২৫ ১১:২২

যেকোনো ফরম্যাটে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে গতকাল আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। তাদের পক্ষে ওপেনার পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৪৬ রান করেন। বিপরীতে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি। লক্ষ্য তাড়ায় ১৬.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।

টেস্ট ও ওয়ানডেতে বাজেভাবে হারের পর এমন জয় কিছুটা সান্ত্বনা এনে দিয়েছে টাইগার ক্রিকেটারদের মাঝে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাসও অকপটে জানিয়েছেন, ম্যাচ জিতলে দলের চেহারা পরিবর্তন হয়ে যায়। তিনি বলেন, ‘দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায়, বুস্ট আপ হয় সবাই।’

তবে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকেই বাংলাদেশ আত্মবিশ্বাসটা পেয়েছে বলে উল্লেখ করেন লিটন, ‘আগের ম্যাচটা দেখেন, বড় ব্যবধানে জয়। যেকোনো দিন আপনি টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ রানে জিতবেন মানে এটা অনেক বড় জয়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভেতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে ভালো ক্রিকেট খেললে জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা পেয়েছে।’

এ ছাড়া নিজের ১০ বছরের ক্রিকেট অভিজ্ঞতাও আত্মবিশ্বাসের অন্যতম উৎস বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘বিশ্বাস তো সবসময় আছে। সর্বশেষ দশ বছর ধরে ক্রিকেট খেলছি, বিশ্বাসের কমতি কখনোই ছিল না। তাই আমার মনে হয় একে তো হচ্ছে ক্ষুধা, যেহেতু অনেকদিন ধরে রান করছিলাম না। চেষ্টা করছিলাম যে সুযোগটা কখন আসবে, ওই সুযোগটা কীভাবে লুফে নিতে পারি। আমার মনে হয় ওইটার পাশাপাশি প্লাস পয়েন্ট ছিল দ্বিতীয় টি-টোয়েন্টিটা।’

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]