38604

07/13/2025 সোহাগ হত্যা মামলার আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সোহাগ হত্যা মামলার আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

১২ জুলাই ২০২৫ ১৬:৪১

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংস ভাবে হত্যার ঘটনায় গ্রেফতার আসামি টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দীন আসামি টিটন গাজীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার টিটন গাজীকে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

এর আগে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে কুপিয়ে এবং পাথর দিয়ে মাথা ও শরীরে উপর্যুপরী আঘাত করে হত্যা করে যুবদলের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনা সারাদেশ নাড়িয়ে দিয়েছে।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]