38461

07/10/2025 সাকিবকে নিয়ে যে বার্তা দিলো বিসিবি

সাকিবকে নিয়ে যে বার্তা দিলো বিসিবি

ক্রীড়া ডেস্ক

৯ জুলাই ২০২৫ ১৫:২৩

রাজনীতিতে সক্রিয় থাকায় দীর্ঘদিন জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। পারফরম্যান্স ও মাঠের বাইরে থাকা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল, সাকিব এখনও তাদের পরিকল্পনার মধ্যেই আছেন।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। এমন খেলোয়াড় শত বছরে এক-দুজন আসে। তাকে অন্য কারো সঙ্গে তুলনা করা যায় না। যেকোনো দলে সে একজন ব্যাটার হিসেবেও মাঠে নামতে পারে, বোলার হিসেবেও। অলরাউন্ডার হিসেবেও অবশ্যই...নইলে এতদিন তো সেরা অলরাউন্ডার থাকে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাকিবের অভাবটা হবে। তবে দলের চাহিদা যদি ওরকম আসে, আবার দেখবেন স্বয়ংক্রিয়ভাবে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে। তার অভিজ্ঞতা, ব্যাটিং-বোলিং- সব মিলিয়ে সে এখনও দলে খেলার যোগ্য।’

সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিতর্ক থাকলেও, বিসিবি সেটা আলাদা বিষয় হিসেবে দেখছে। মিঠু বলেন, ‘তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে বিসিবির কোনো সম্পর্ক নেই। আমরা কেবল ক্রিকেটার সাকিবকেই বিবেচনায় রাখছি।’

সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের বোলিং অ্যাকশন শুধরে খেলেছেন সাকিব। পারফরম্যান্স যদিও আহামরি ছিল না, তবে বিসিবির মতে, আরও ১–২টি টুর্নামেন্ট খেললে নির্বাচকরা সিদ্ধান্ত নিতে পারবেন।

সাকিবের সঙ্গে বিসিবির যোগাযোগ আছে বলেও জানান মিঠু। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দল আগে থেকেই নির্ধারিত ছিল। সামনে নির্বাচকেরা নতুন পরিকল্পনা জমা দিলে বোর্ড পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।’

সবশেষে মিঠু বলেন, ‘সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা যায় না। তাকে বাদ দেওয়া সম্ভব না।’

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]