38236

07/06/2025 বার্সেলোনাকে ২.১৭ বিলিয়ন, চেলসিকে ৪.৪৮ বিলিয়ন জরিমানা করল উয়েফা

বার্সেলোনাকে ২.১৭ বিলিয়ন, চেলসিকে ৪.৪৮ বিলিয়ন জরিমানা করল উয়েফা

ক্রীড়া ডেস্ক

৫ জুলাই ২০২৫ ১৩:২৩

অর্থনৈতিক সংকটের কারণে সাম্প্রতিক সময়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। এরই মাঝে তাদের বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অবশ্য তাদের চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ গুনতে হবে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে। ‘ফাইনান্সিয়াল মনিটরিং’ নীতি ভাঙায় চেলসিকে প্রায় ৪.৪৮ বিলিয়ন টাকা (৩১ মিলিয়ন ইউরো) এবং বার্সাকে প্রায় ২.১৭ বিলিয়ন (১৫ মিলিয়ন ইউরো) টাকা দিতে হবে।

কেবল তাই নয়, পরবর্তী দুই বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতে না পারলে আরও ৪৫ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে। অন্যদিকে, চেলসিকে ৪ বছর সময় বেধে দিলেও, তারা উয়েফার শর্ত পূরণ করতে না পারলে আরও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা দেওয়ার সতকর্তা দেওয়া হয়েছে। বার্সা ও চেলসি উভয় ক্লাবই ২০২৪ সালে উয়েফা নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে সংস্থাটি তাদের ফাইনান্সিয়াল একাউন্টের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল।

ইতোমধ্যে আরোপিত জরিমানা এবং ভবিষ্যতেও একই পরিস্থিতির শঙ্কায় পড়া দলগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলা পড়তে যাচ্ছে। ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী দুই মৌসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা-চেলসির মতো ক্লাবগুলোকে। এই দুটি ক্লাবই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে। সেখান থেকে নিশ্চিতভাবেই তাদের অন্তত ১০ মিলিয়ন ইউরো লাভ করতে হবে।

আরেকটি অনুসন্ধানী প্রতিবেদনে উয়েফা ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে গত মৌসুমে খেলোয়াড় অতিরিক্ত অর্থ খরচের দোষে অভিযুক্ত করেছে। এজন্য ক্লাবটিকে গুনতে হবে ১১ মিলিয়ন ইউরো। গত মৌসুমে ভিলা ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগে খেলেছিল এবং চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন আসরে খেলা নিশ্চিত করেছে। এ ছাড়া উয়েফা আর্থিক শর্ত পূরণ করতে না পারায় ফরাসি ক্লাব লিওঁ–কে ১২.৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে সংস্থাটি। ঋণে জর্জরিত জায়ান্ট এই ক্লাবটি সর্বোচ্চ ফরাসি প্রতিযোগিতা ‘লিগ ওয়ান’ থেকে সম্প্রতি অবনমিত হয়েছে।

দলবদলের বাজারে সাম্প্রতিক বছরগুলোয় রেকর্ড সর্বোচ্চ অর্থ খরচ করেছে চেলসি। কিন্তু লাভ-ক্ষতির মতো পরিস্থিতি (ব্রেক-ইভেন) তৈরি হয়নি তাদের। নির্ধারিত অঙ্ক ৮০ শতাংশের বেশি অর্থ খরচ করেও রাজস্ব আয় হয়নি তাদের বিশাল স্কোয়াড সৃষ্টি ও তাদের পারিশ্রমিক দিতে গিয়ে। সে কারণে তাদের কাঁধে যথাক্রমে ২০ মিলিয়ন ও ১১ মিলিয়ন ইউরো জরিমানা উঠেছে। এক বিবৃতিতে চেলসি কর্তৃপক্ষ জানায়, উয়েফার সঙ্গে তাদের সম্পর্কের বিষয় মূল্যায়ন করে সুন্দর সমাধানের লক্ষ্যে চুক্তিতে যাবে। এ ছাড়া সঠিক গতিপথেই আছে তাদের অর্থনৈতিক পারফরম্যান্সও।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]