38111

07/03/2025 বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলার তদন্তে ৮৬ বার সময় নিল সিআইডি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলার তদন্তে ৮৬ বার সময় নিল সিআইডি

অর্থনৈতিক প্রতিবেদক

২ জুলাই ২০২৫ ১৫:১০

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেন এ নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে এই আদেশ দেওয়া হয়।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির মামলায় এ পর্যন্ত ৮৬ বার সময় চাইল সিআইডি।

চুরি হওয়া অর্থের মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়, যেখান থেকে তা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায়।

ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করেন।

এ পর্যন্ত বাংলাদেশ ফিলিপাইনের আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলংকায় পাঠানো ২০ মিলিয়ন ডলার উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করে।

২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ৮১ মিলিয়ন ডলারের সাইবার হ্যাকিং মামলা চলমান রাখার অনুমতি দিলেও আরসিবিসির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।

এসএন /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]