38085

07/02/2025 টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

জেলা সংবাদদাতা, কক্সবাজার

১ জুলাই ২০২৫ ২২:০৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভের পশ্চিম জাহাজপুরাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবাসহ ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

তিনি জানান, সোমবার রাতে ক’জন ব্যক্তি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় করে ইয়াবার একটি বড় চালান অন্য জায়গায় পাঠানোর উদ্দেশে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ ১টি ইঞ্জিনচালিত কাঠের তৈরি নৌকা উদ্ধার করে।

এ ঘটনায় অজ্ঞাতনামা মাঝিসহ ৪-৫ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]