37430

08/08/2025 ইরানের এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৬ হাজার কিমি, আমেরিকাকে পরোক্ষ হুঁশিয়ার

ইরানের এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৬ হাজার কিমি, আমেরিকাকে পরোক্ষ হুঁশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন ২০২৫ ১৪:১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ছয় হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) ছুঁড়ে বিশ্বকে চমকে দিলো ইরান। বিশ্লেষকরা মনে করছেন, এই উৎক্ষেপণের মাধ্যমে আমেরিকাকে একটি শক্ত বার্তা দিতে চেয়েছে তেহরান।

বিশ্বরাজনীতিতে জটিলতা বাড়াচ্ছে ইসরায়েল-ইরান উত্তেজনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর পথে এগোচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। তবে, ওয়াশিংটন জানে—এই সংঘাতে জড়ালে ইরান মধ্যপ্রাচ্যে তাদের সেনাঘাঁটি ও কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে।

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র এরই মধ্যে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। পর্যবেক্ষকদের মতে, ইরানি হামলার আশঙ্কায় এমন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র ডিয়াগো গার্সিয়া দ্বীপের ঘাঁটির জন্য হুমকি। ভারত মহাসাগরের প্রত্যন্ত এই দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, যা ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে। এ পর্যন্ত ইরান সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও এবার ছুঁড়েছে ছয় হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে, এটি আমেরিকাকে সরাসরি বার্তা—‘ডিয়াগো গার্সিয়াও নিরাপদ নয়।’

সাম্প্রতিক এই উৎক্ষেপণ নিছক পরীক্ষা, না কি একটি কৌশলগত বার্তা—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে যে বড় ধরনের সামরিক পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]