37348

08/03/2025 মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২৫ ১১:৪১

রাজধানীর মিরপুর এলাকায় ২২ লাখ টাকা ছিনতাই এর ঘটনায় লুণ্ঠিত অর্থ, বিদেশে অস্ত্র এবং গাড়িসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ জুন) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাতে জানানো হয়েছে, বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা মহানগর পুলিশের মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে, গত ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে ডাকাতির এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। তিনি মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]