36953

08/03/2025 চট্টগ্রামে ভাইকে খুন করা ঘাতক বড় ভাই গ্রেপ্তার

চট্টগ্রামে ভাইকে খুন করা ঘাতক বড় ভাই গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

৭ জুন ২০২৫ ১৯:৪৪

চট্টগ্রামের চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যাওয়া বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) সকাল ১১টা ২০ মিনিটের সময় কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জসিম (৪৭) রাহাত্তারপুল এলাকার বড় কবরস্থান এলাকার মো. রফিকের ছেলে ও নিহত মোরশেদ আলমের বড় ভাই।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (৫ জুন) পারিবারিক বিষয় নিয়ে মোরশেদের সঙ্গে তার বড় ভাই জসিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তার ছোট ভাই মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনার পর জসিম পালিয়ে যায়। আজ কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]