আফগানিস্তানে দাবা খেলা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে তালেবান সরকার। কারণ তারা মনে করে খেলাটি ইসলামি শরিয়ার দৃষ্টিতে জুয়ার সমান। খবর বিবিসি।
তালেবান সরকারের ক্রীড়া দপ্তরের মুখপাত্র আতাউল মাশওয়ানি বলেছেন, ‘দাবা খেলায় ধর্মীয় আপত্তির বিষয় আছে। এগুলো সমাধান না হওয়া পর্যন্ত খেলাটি স্থগিত থাকবে।‘
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান ইসলামি আইন কঠোরভাবে বাস্তবায়নের নামে একের পর এক খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করছে। নারীদের মাঠে যাওয়াই নিষিদ্ধ।
কাবুলের এক ক্যাফে মালিক আজিজুল্লাহ গুলজাদা বলেন, ‘দাবা বন্ধের সিদ্ধান্ত আমার ব্যবসার ক্ষতি করবে। তরুণদের তো কিছু করার থাকে না, ওরাই প্রতিদিন আসত দাবা খেলতে আর চা খেতে। অন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও তো দাবা খেলা হয়। কিন্তু কে শোনে কার কথা!’
গত বছর তালেবান সরকার এমএমএ বা মিক্সড মার্শাল আর্টকেও নিষিদ্ধ করে, কারণ সেটি নাকি অতিরিক্ত সহিংস এবং শরিয়ার সঙ্গে ‘বিরোধপূর্ণ’। ২০২১ সালেই তারা আইন করে ‘মুখে ঘুষি মারা’ নিষিদ্ধ করে এমএমএ কার্যত নিষিদ্ধ করে ফেলে।