36018

05/11/2025 চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনী সদস্যদের পুনর্বহালের দাবি

চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনী সদস্যদের পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক

৭ মে ২০২৫ ১৫:৪৭

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পেনশন সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিচ্যুতরা।

বুধবার (৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী পক্ষের সমন্বয়ক মো. হানজালা, নৌবাহিনীর সমন্বয়য় মো. আবদুল হাকিম, বিমান বাহিনীর সমন্বয়ক মো. আলী রেজা প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, বিগত সরকারের আমলে দলীয় পছন্দ-অপছন্দসহ নিজ নিজ সংস্থার অভ্যন্তরীণ ক্ষমতাসীন কর্মকর্তাদের নানাবিধ রোষানলে পড়ে ক্ষোভের কারণে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ আমরা সহযোদ্ধা প্ল্যাটফর্মে সেনা, নৌ ও বিমান বাহিনীর কিছু সংখ্যক চাকরিচ্যুত সদস্য পুনরায় একত্রিত হয়েছি এবং আমাদের নিজ নিজ বাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের ভুল-ত্রুটি সাধারণ ক্ষমা ঘোষণা করে চাকরিতে পুনর্বহাল/পেনশন দেওয়া হোক।

গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের নিজ নিজ বাহিনী প্রধানদের বরাবর আবেদনের মাধ্যমে আমাদের দাবিদাওয়া তুলে ধরি এবং বিগত ৯ মাস অপেক্ষা করে বেশ কয়েকবার আমাদের দাবি পূরণের বিষয়ে অনুরোধ জানালেও কোনো সমাধান হয়নি।

তারা আরও বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের আমলে চাকরিচ্যুত অনেক পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সুবিধাসহ পদোন্নতি দিয়ে চাকরিতে পুনর্বহাল করেছেন। চাকরিচ্যুত সদস্যরা অনেকেই বিভিন্ন রোষানলে পড়ে সত্য-মিথ্যার সংমিশ্রণে সাজানো অভিযোগের মাধ্যমে চাকরি হারিয়ে বর্তমানে পরিবার ও শিশু সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। অথচ সরকার আমাদের প্রশিক্ষণ দিয়ে দেশের সেবায় নিয়োজিত করেছিল।

আমরা নিজ নিজ বাহিনী প্রধানের কাছে অনুরোধ করছি, আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে চাকরিচ্যুত পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায় পুনরায় দেশ সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে চাকরিতে পুনর্বহাল/পেনশন সুবিধা দেওয়া হোক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]