35992

05/07/2025 দাবানলের পরে এবার ভয়াবহ বন্যার কবলে ইসরায়েল

দাবানলের পরে এবার ভয়াবহ বন্যার কবলে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

৬ মে ২০২৫ ১৮:৫৯

দাবানলের রেশ না কাটতেই এবার বন্যার কবলে পড়েছে ইসরায়েল। রোববার (৪ মে) থেকে দক্ষিণ ইসরায়েলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে। এদিন বিকেলে ভারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের মূল প্রবেশপথসহ বেশ কয়েকটি প্রধান রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ। দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনাতেও প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে।

স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার (১.৩ ইঞ্চি) এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার (০.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।

কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ এবং এটি করা ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’।

জনসাধারণকে বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ারও আহ্বান জানিয়েছে পুলিশ।

ভারি বৃষ্টি-বন্যার কারণে মিৎজপে র‍্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত ‘রুট ৪০’ বন্ধ ছিল। আইন গেদি থেকে হা’আরাভা জংশন পর্যন্ত ‘রুট ৯০’ এবং সেখান থেকে দক্ষিণ দিকে ইলাত পর্যন্ত যাতায়াতও বন্ধ করে দেয়া হয়।

এছাড়া ২০৪ নম্বর রুটে অবস্থিত হালুকিম জংশনটি মিৎজপে র‍্যামনের দিকে বন্ধ ছিল। ইলাত থেকে ৯০ এবং ১২ নম্বর রুটে এক্সিটও বন্ধ করে দেয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]