35982

05/06/2025 খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ মে ২০২৫ ১৭:১৮

রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে সামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খিলগাঁও মেরাদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের ১০১ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা স্বজনের থেকে জানতে পারি নিহত কিশোরী খিলগাঁও মেরাদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক বিষয় নিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই জানান, নিহতের বাড়ি বাগেরহাট জেলার মোল্লার হাট থানার সিংগাড়ী গ্রামে। তিনি ওই এলাকার কবির শিকদারের মেয়ে। বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান নবীনবাগ এলাকার ৪১০/জি নম্বর বাসার চার তলায় পরিবারের সঙ্গে থাকতো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]