35833

05/01/2025 হানিয়াকে পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্তরা!

হানিয়াকে পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্তরা!

বিনোদন ডেস্ক

৩০ এপ্রিল ২০২৫ ১৪:৫৫

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পর পাকিস্তান-ভারত দুই দেশ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আপাতত সাময়িক ভাবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে ভারত।

পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। এর মাঝে পাকিন্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারতীয় ভক্তরা তার কাছে এক ব্ক্স পানির বোতল উপহার হিসেবে পাঠিয়েছে বলে গুঞ্জন রটেছে।

ভারতেও এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাই হানিয়ার জন্য চিন্তিত হয়েই এক বাক্স পানির বোতল পাঠানোর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রসিকতা করে ভারতের ভক্তরা হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও এই রসিকতার জন্য নেটিজেনদের একাংশের পক্ষ থেকে কটাক্ষও ধেয়ে এসেছে ।তাঁদের মতে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই উপযুক্ত নয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]