35091

05/01/2025 চানখারপুলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোরিকশা খোয়ালেন চালক

চানখারপুলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোরিকশা খোয়ালেন চালক

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল ২০২৫ ১১:৪৭

রাজধানীর চানখারপুল এলাকায় চালক মো. শাহিনকে (৪০) অচেতন করে অটোরিকশা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থা তাকে উদ্ধার করে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।

চালক শাহিনের বাড়ি ভোলা জেলায়। তিনি মোহাম্মদপুরের একটি রিকশার গ্যারেজে থাকেন।

মো. শাহীনকে ঢামেকে নিয়ে আসা পথচারী বিল্লাল হোসেন বলেন, আমি গ্রিল মিস্ত্রীর কাজ করি। গতরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। তিনি আমাদের জানান তিনি একজন অটোরিকশা চালক। তাকে অজ্ঞান করে প্রতারক চক্র রিকশা নিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, গতরাতে এক পথচারী ওই অটোরিকশা চালককে অচেতন অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনেন। পরে আমরা জানতে পারি প্রতারক চক্র তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সে সম্পূর্ণ সুস্থ হলে তার কাছ থেকে আর কি কি জিনিস খোয়া গেছে তা জানা যাবে। ইতোমধ্যেই আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]