32817

05/01/2025 নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারী ২০২৫ ১৬:৩৮

রাজধানীর ভাটারা থানার কুড়িল ঘাটপাড় এলাকায় নেশার টাকা না পেয়ে রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন,পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে অনেক আগে এসএসসি পাশ করেছে এরপর থেকেই সে মাদকাসক্ত। সেই গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে। মাদকের টাকার জন্য সবার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তার বাবার অনেক টাকা পয়সাও নষ্ট করে। গতকাল বিকালের দিকে তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায় এবং তার মা সেটি দিতে না চাইলে তার মার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে তার নিজের কোমরের বেল্ট খুলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]