31311

05/02/2025 জলবায়ু সাংবাদিকতায় সম্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

জলবায়ু সাংবাদিকতায় সম্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৪ ১৪:৩২

জলবায়ু সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশের সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের আইনসভা। এরি কাউন্টির লেজিসলেটর লরেন্স জে. ডুপ্রের পক্ষে কাউন্সিলের এশিয়ান এডভাইজার শাহী চৌধুরী স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বাফেলো সিটিতে এ সম্মাননা সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের হাতে তুলে দেন।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএসিসিজেএফ) মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখায় নিউইয়র্ক আইনসভা তাকে এই সম্মাননা দেয়। রাজ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানকালে উপস্থিত ছিলেন 'বাফেলোর প্রিন্স' খ্যাত তালহা বখত এবং কমিউনিটি নেতা ওয়াসিম।

বাফেলোতে এই প্রথম কোন বাংলাদেশি সাংবাদিক জলবায়ু সাংবাদিকতায় এমন সম্মাননা পেলেন। সম্মাননা স্মারকে কেরামত উল্লাহ বিপ্লবকে বিশ্বের অন্যতম জলবায়ু সাংবাদিকদের একজন বলে উল্লেখ করা হয়েছে।

কেরামত উল্লাহ বিপ্লবের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট আশিষ গুপ্তও নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]