29881

05/02/2025 আইসিটি মামলা থেকে অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

আইসিটি মামলা থেকে অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নবীনগরের পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন- নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির নবীনগর প্রতিনিধি জয় বুলবুল, দৈনিক বর্তমান নবীনগরের প্রতিনিধি সফর আলী, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা নিউজ ২৪.কম-এর সাবেক প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং আমার সংবাদের নবীনগর প্রতিনিধি মো. বাবুল মিয়া।

আসামিপক্ষের আইনজীবী স্বরুপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় আজ মঙ্গলবার দুই পক্ষের শুনানি শেষে পাঁচ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

মামলায় বাদীপক্ষে ছিলেন আইনজীবী মো. হাসান রেজা নাজমী ভুইয়া ডেভিড।

উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে ‘মুক্তিযোদ্ধার ভুয়া সন্তান সেজে ভাতা উত্তোলন’ শিরোনামে ২০-২৫ জন সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ করেন। এ ঘটনায় পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]