29713

05/02/2025 সায়েদাবাদে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

সায়েদাবাদে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৪ ১৬:২৩

রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, বুধবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে সায়েদাবাদের করাতিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে হানিফ ফ্লাইওভারের নিচে পিলার সংলগ্ন ময়লার উপর থেকে এসব অস্ত্র গুলি উদ্ধার করে সিটিটিসির ইলিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।

সিটিটিসি সূত্র জানায়, উদ্ধারকৃত .২২ বোরের বিদেশি পিস্তলটি জার্মানির তৈরি এবং Luger ব্র‍্যান্ডের। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]