28941

05/02/2025 ট্রাফিক শৃঙ্খলা : একদিনে জরিমানা ৭ লাখ, ৩৭ গাড়ি ডাম্পিং

ট্রাফিক শৃঙ্খলা : একদিনে জরিমানা ৭ লাখ, ৩৭ গাড়ি ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১০

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫২টি মামলা ও ৬ লক্ষ ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, অভিযানকালে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৩টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২ হাজার টাকা।

সোমবার অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]