253

05/02/2025 সিসিকের ‘খাদ্য ফান্ডে’ খালেদা জিয়ার অনুদান

সিসিকের ‘খাদ্য ফান্ডে’ খালেদা জিয়ার অনুদান

সময় নিউজ ডেস্ক

৩ এপ্রিল ২০২০ ০৪:৩৩

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বাধ্যতামূলক ছুটিতে শ্রমজীবী-কর্মহীন মানুষের সাহায্যার্থে গঠিত সিলেট সিটি কর্পোরেশনের ‘খাদ্য ফান্ডে’ এক লাখ টাকার অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বৃহস্পতিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন।

এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটির কারণে নিম্ন আয়ের শ্রমজীবী কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন।

নিত্য আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ্য করে মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের উদ্যোগে গঠিত ‘খাদ্য ফান্ডে’ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিবর্গের অনুদান অব্যাহত রাখার আহবান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুসারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সামাজিক দূরত্ব মেনে চলতে নগরবাসীর প্রতি আহবান জানান সিসিক মেয়র। স্বাস্থবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণের প্রতিও গুরুত্ব দেন তিনি।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]